Loan Bangla 2022: Bangla Loan Apply Process in BengaliLoan Bangla 2022: Bangla Loan Apply Process in Bengali
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    Loan Bangla 2022: Bangla Loan Apply Process in BengaliLoan Bangla 2022: Bangla Loan Apply Process in Bengali
    Subscribe
    • Personal Loan
    • Home Loan
    • Business Loan
    • Vehicle Loan
    • Education Loan
    • Gold Loan
    • Car Loan
    • Two Wheeler Loan
    Loan Bangla 2022: Bangla Loan Apply Process in BengaliLoan Bangla 2022: Bangla Loan Apply Process in Bengali
    Home»Auto Loan»2022 ব্যাংক অফ ইন্ডিয়া যানবাহন লোন আবেদন পদ্ধতি | 2022 Bank of India Vehicle Loan Application Process
    Auto Loan

    2022 ব্যাংক অফ ইন্ডিয়া যানবাহন লোন আবেদন পদ্ধতি | 2022 Bank of India Vehicle Loan Application Process

    Loan DeskBy Loan DeskNo Comments7 Mins Read
    WhatsApp Facebook Twitter Email
    Share
    WhatsApp Facebook Twitter Pinterest Email

    Bank of India Vehicle Loan 2022 (ব্যাংক অফ ইন্ডিয়া যানবাহন লোন 2022): How to Apply for Bank of India Vehicle Loan? | Documents for Bank of India Vehicle Loan | Bank of India Vehicle Loan Interest Rates List | Bank of India Vehicle Loan Apply Online | Bank of India Vehicle Loan Application Process in Bengali.

    দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে এবং শখের বশেই হোক, সে যাই বলুন না কেন, গাড়ির দরকার হয় প্রায় সমস্ত মানুষের। আর সে ক্ষেত্রে নিজের একটা গাড়ি থাকবে, এমনটা অনেকেই আশা করেন। তবে অনেকের কাছে পর্যাপ্ত পরিমান টাকা না থাকার কারণে এই ইচ্ছাটুকু দমিয়ে রাখতে হয়।

    তবে আর চিন্তা কেন, ব্যাংক থেকে আপনি যখন কম হারে সুদ দিয়ে গাড়ির জন্য লোন নিতে পারবেন তখন তো আপনার স্বপ্ন পূরণের সাথে সাথে গাড়ির প্রয়োজনীয়তাও মিটে যায় তাই না। আর তাই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটো লোন দিয়ে থাকে খুব কম এবং আকর্ষনীয় সুদের হার দিয়ে।

    Bank Name Bank of India
    Type of Loan Vehicle Loan / Auto Loan
    Loan Application Process Online / Offline
    Official Website bankofindia.co.in

    আপনিও কিন্তু চাইলে অনায়াসেই কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করে এই ব্যাংক থেকে অটো লোন অর্থাৎ সেটা গাড়ি হতে পারে অথবা বাইক, আপনি নিতে পারেন আর অনেকটা সময় পাবেন হাতে এই লোন পরিশোধ করার জন্য। তাই আপনার কোনো রকম অসুবিধা হবেনা, আশা করা যায়।

    Bank of India Vehicle Loan Apply Process in Bengali
    Bank of India Vehicle Loan Apply Process in Bengali

    তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অটো লোন এর জন্য আবেদন করবেন এবং অন্যান্য আরো বিষয় সম্পর্কে জানা যাক:

    ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটো লোন অর্থাৎ আপনি এখানে চার চাকা গাড়ি অথবা দুই চাকা যেটাকে আপনি বাইক বা টু হুইলার বলতে পারেন, এর জন্য আবেদন করতে পারেন।

    Contents

    • Bank of India Car Loan: 
      • Bank of India Car Loan ক্যালকুলেটর:
      • Bank of India Car Loan নেওয়ার সুবিধা:
      • Bank of India Car Loan নেওয়ার যোগ্যতা:
    • Bank of India Two-Wheeler Loan
      • Bank of India Two-Wheeler Loan সুদের হার নির্ভর করে:
      • Bank of India Two-Wheeler Loan নেওয়ার যোগ্যতা:
    • Bank of India Vehicle Loan ডকুমেন্টস:
      • Bank of India Vehicle Loan নেওয়ার জন্য বেতনভুক্ত কর্মচারীদের ডকুমেন্টস:
      • Bank of India Vehicle Loan নেওয়ার জন্য self-employed দের ডকুমেন্টস:
    • Bank of India Vehicle Loan আবেদন করবেন কিভাবে?
    • FAQ for Bank of India Vehicle Loan
      • ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোনের জন্য আবেদন ফর্ম কোথায় পাবেন?
      • ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোনের জন্য কত টাকা দেয়?
      • ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোন কারা নিতে পারে?
      • কত দিনের মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোন পরিশোধ করতে হবে?

    Bank of India Car Loan: 

    ব্যাংক অফ ইন্ডিয়া Vehicle Loan-এর অন্তর্গত কার লোন দিয়ে থাকে, যেহেতু যে কোন চার চাকার যেকোন লোন যানবাহন লোনের মধ্যেই পড়ে সেহেতু এই লোনের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

    Bank of India Car Loan ক্যালকুলেটর:

    ১) প্রথমত আপনি প্রতিমাসে খুবই কম ই এম আই (EMI) দিয়ে এই লোন ৭ বছর পর্যন্ত সময় নিয়ে পরিশোধ করতে পারবেন, প্রতি ১ লাখ টাকাতে ১৫০২ টাকা আপনার ইএমআই পড়বে।

    Bank of India Car Loan নেওয়ার সুবিধা:

    ১) Maximum Vehicle Loan অ্যামাউন্ট যেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফার করে থাকে গ্রাহকদের, সেটা হল সেই গাড়ির অন রোড প্রাইস  এর ৮৫%  পর্যন্ত।

    ২) এই লোনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত।

    ৩) আপনি গাড়ি কেনার জন্য কতটা পরিমাণ টাকা ডাউনপেমেন্ট করছেন তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার সুদ। সুদ শুরু হয় @৬.৮৫% থেকে আবার এটা নির্ভর করবে আপনার ডাউনপেমেন্টের উপর।

    ৪) প্রসেসিং ফি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা নিয়ে থাকে সেটা সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা।

    Bank of India Car Loan নেওয়ার যোগ্যতা:

    ১) এই লোন বেতনভুক্ত কর্মচারী এবং self-employed নিতে পারবেন।

    ২) আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে।

    ৩) সর্বোচ্চ লোন পরিশোধের সময় ৭ বছর পর্যন্ত।

    Bank of India Two-Wheeler Loan

    এবার চলুন জানা যাক অটো লোন এর মধ্যে আপনি বাইক লোন নিবেন কিভাবে:

    ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাইক লোন নেওয়ার জন্য অনেক রকম সুবিধা দিয়ে রেখেছে, সেগুলি হল:

    ১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাইক লোন এর সুদের হার: ৬.৮৫%

    ২) সর্বোচ্চ লোন এমাউন্ট: এক্স শোরুম প্রাইস সেই বাইকে যেটি আপনি নেবেন তার ১০০%।

    ৩) সর্বোচ্চ লোন পরিশোধের সময়: ৫ বছর পর্যন্ত

    ৪) প্রতি ১০ হাজার টাকায় সবচেয়ে কম ইএমআই (EMI): ১৯৭ টাকা।

    ৫) প্রসেসিং ফি: একেবারেই নেয় না

    ৬) লোন পরিশোধের সময় চার্জ: একেবারেই নেয় না।

    ৭) আবেদনকারীর বয়স: সর্বনিম্ন ২১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত, এর মধ্যে হতে হবে।

    Bank of India Two-Wheeler Loan সুদের হার নির্ভর করে:

    ১) আবেদনকারী কতটা পরিমাণ মাসিক বেতন পান তার উপরেই কিন্তু সুদের হার নির্ভর করে।

    ২) আবেদনকারী কি ধরনের কাজে নিযুক্ত আছেন এবং কোন কোম্পানিতে তিনি চাকরি করছেন, তার উপরে কিন্তু নির্ভর করবে এই লোনের সুদের হার। তাছাড়া আবেদনকারী যদি পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে সুদ কমবেশি হতে পারে।

    ৩) তাছাড়া আবেদনকারী কি ধরনের বাইক নিতে চাইছেন, কতটা দামি বাইক নিতে চাইছেন তার উপরেও কিন্তু নির্ভর করবে এই বাইক লোনের সুদের হার।

    ৪) আর আপনি যে ব্যাংক থেকে অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাইক লোনের জন্য আবেদন করছেন তাহলে, এই ব্যাংকের সাথে যদি আপনার যোগাযোগ ব্যবস্থা ভাল থাকে, তাহলে কিন্তু সুদের হার অনেকটা নির্ভর করছে এই ব্যাংকের সাথে যোগাযোগের উপর।

    Bank of India Two-Wheeler Loan নেওয়ার যোগ্যতা:

    ১) প্রথমত আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।

    ২) আবেদনকারীর মাসিক বেতন হতে হবে অবশ্যই প্রফেশনাল এবং কম করে প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন পেতে হবে।

    ৩) আবেদনকারীর ব্যাংকের সিবিল স্কোর (CIBIL Score) ভালো থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এই লোনের জন্য আবেদন করতে অগ্রাধিকার পাবেন।

    Bank of India Vehicle Loan ডকুমেন্টস:

    এবার জানা যাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অটো লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে:

    Bank of India Vehicle Loan নেওয়ার জন্য বেতনভুক্ত কর্মচারীদের ডকুমেন্টস:

    ১) আবেদনকারীর ফটোগ্রাফ

    ২) সই করা এবং সম্পূর্ণ ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

    ৩) ইনকাম ট্যাক্স pan কপি,

    ৪) পরিচয় পত্র হিসাবে- প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স,

    ৫) প্রমাণপত্র হিসাবে- রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট, ইউটিলিটি বিল, পাসপোর্ট, লিভ এন্ড লাইসেন্স।

    ৬) ইনকাম ডকুমেন্টস হিসাবে লাস্ট তিন মাসের পে-স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, তিন মাসের স্যালারি ক্রেডিট দেখাতে হবে, তার সাথে যেকোনো EMI ডেবিট, ফর্ম 16।

    Bank of India Vehicle Loan নেওয়ার জন্য self-employed দের ডকুমেন্টস:

    ১) আবেদনকারীর ফটোগ্রাফ

    ২) পরিচয় পত্র হিসেবে- ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড,

    ৩) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- লিভ এন্ড লাইসেন্স, ইউটিলিটি বিল, পাসপোর্ট, রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট এবং সম্পূর্ণ ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম, ইনকাম ডকুমেন্টস, লাস্ট আই টি আর (ITR) দুই বছরের।

    ৪) বিজনেস এক্সিজটেন্স হিসাবে- সার্ভিস ট্যাক্স, রেজিস্ট্রেশন, বিজনেস এড্রেস প্রুফ, কোম্পানির ইনকর্পোরেশন ডিটেলস।

    Bank of India Vehicle Loan আবেদন করবেন কিভাবে?

    ১) প্রথমত আপনাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.banhofindia.co.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

    ২) তারপর Apply Now অপশনে ক্লিক করতে হবে।

    ৩) নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে Vehicle Loan অপশনে ক্লিক করতে হবে, অথবা Auto Loan এই অপশনে ক্লিক করুন। সেখানে Car Loan অথবা Two Wheeler Loan  যেটা আপনি নিতে চাইছে সেই অপশনে ক্লিক করুন।

    ৪) সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটো সবকিছু আপলোড করতে হবে।

    ৫) সবকিছু ঠিকঠাক ফিলাপ করার পর, ভালো করে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

    ৬) ব্যাংক আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে, এবং কিছুদিনের মধ্যে আপনার কাছে ফোন আসবে ব্যাংকের তরফ থেকে, এবং খুব তাড়াতাড়ি আপনার লোনের অ্যামাউন্ট আপনার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

    অটো লোন এর মধ্যে আপনি কার লোন অথবা টু হুইলার লোন এর জন্য আবেদন করার ক্ষেত্রে একই রকমভবে আবেদন করতে পারবেন।

    Home Click here
    Official Website Click here

    FAQ for Bank of India Vehicle Loan

    ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোনের জন্য আবেদন ফর্ম কোথায় পাবেন?

    ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহন লোন নেওয়ার জন্য আবেদন ফর্ম অনলাইনে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও banglaloan.com থেকেও আপনি ফর্ম ডাউনলোড করতে পারেন।

    ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোনের জন্য কত টাকা দেয়?

    ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোনের ক্ষেত্রে আপনি যেই গাড়ি কিনছেন তার অন রোড টাকার ৮৫% পর্যন্ত টাকা দিয়ে থাকে।

    ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোন কারা নিতে পারে?

    এই লোন ভারতের যেকোন বেতনভুক্ত কর্মচারী এবং Self-Employed নিতে পারেন।

    কত দিনের মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোন পরিশোধ করতে হবে?

    ব্যাংক অফ ইন্ডিয়ার যানবাহনের লোনের পরিশোধের সময় ৭ বছর পর্যন্ত। যদি কম বছরের জন্য নিতে চান সেটাও সম্ভব কিন্তু প্রিমিয়াম বেড়ে যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Loan

    State Bank of India Home Loan Apply Process in Bengali

    2022 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন আবেদন পদ্ধতি | 2022 State Bank of India Home Loan Apply Process

    Punjab National Bank Personal Loan Apply Process in Bengali

    2022 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | 2022 Punjab National Bank Personal Loan Apply Process

    UCO Bank Two Wheeler Loan Apply Process in Bengali

    2022 ইউকো ব্যাংক বাইক লোন আবেদন পদ্ধতি | 2022 UCO Bank Two Wheeler Loan Apply Process

    HDFC Bank Loan Against Property Apply Process in Bengali

    2022 এইচ ডি এফ সি ব্যাংক সম্পত্তির বিপরীতে লোন আবেদন পদ্ধতি | 2022 HDFC Bank Loan Against Property Apply Process

    Axis Bank Business Loan Apply Process in Bengali

    2022 অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি | 2022 Axis Bank Business Loan Apply Process

    Bank of Baroda Vehicle Loan Application Process in Bengali

    2022 ব্যাংক অফ বরোদা যানবাহন লোন আবেদন পদ্ধতি | 2022 Bank of Baroda Vehicle Loan Application Process

    Leave A Reply Cancel Reply

    Indian Overseas Bank Personal Loan Apply Process in Bengali

    2022 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | 2022 Indian Overseas Bank Personal Loan Apply Process

    City Union Bank Personal Loan Apply Process in Bengali

    2022 সিটি ইউনিয়ন ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | 2022 City Union Bank Personal Loan Apply Process

    CSB Bank Personal Loan Apply Process in Bengali

    2022 সি এস বি ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | 2022 CSB Bank Personal Loan Apply Process

    Indian Bank Loan Against Securities Apply Process in Bengali

    2022 ইন্ডিয়ান ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন আবেদন পদ্ধতি | 2022 Indian Bank Loan Against Securities Apply Process

    Indian Overseas Bank Loan Against Property Apply Process in Bengali

    2022 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন আবেদন পদ্ধতি | 2022 Indian Overseas Bank Mortgage Loan Apply Process

    Axis Bank Home Loan Apply Process in Bengali

    2022 অ্যাক্সিস ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি | 2022 Axis Bank Home Loan Apply Process

    Home | About Us | Contact Us | Privacy Policy
    © 2022 BanglaLoan.Com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.